0


গোপালের বন্ধু গোপালকে জিজ্ঞাসাকরে, গোপালদা কি রকম হলো হে ?রাজবাড়িতে বেশ কয়েকমাস যাচ্ছ। রোজগার পাতি ভাল হচ্ছে তো?

গোপাল বলল, আশ্চর্য রকম। ছমাসে লক্ষ টাকা রোজগার করেছি।

বন্ধু হকচকিয়ে গেল একেবারে। বলি, বলকি হে? এ যে আশার অতীত। লক্ষ টাকা? ভাবার বিষয় বটে।

গোপাল বলল, আশাটা অন্যরকম ছিল,স্বীকার করছি। লক্ষ টাকা ব্যাপারটাকি শুনতে চাও? শোন, বন্ধু। 
প্রথমমাসে মহারাজের কাছে চালাকি করে একটাকা আদায় করেছিলাম। 
তারপর এই পাচঁমাসে শূণ্য পাচ্ছি। একের পিঠে পাচঁশূন্য পাচ্ছি। একের পিঠে পাঁচশূন্য- অর্থাৎ লক্ষ টাকা হলো না? 

তুমি যদি রোজগার বাড়িয়ে তুলতে চাওআমাকে অনুসরণ করতে পারো।

Post a Comment

 
Top